শফিকুল ইসলাম.রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে ইউ.কে.এইড এর অর্থায়নে ও সাইটসেভাসের সহযোগিতায় উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্দোগে দিনব্যাপী বিনামূল্যে দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক, নারী ও পুরুষ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক শুভেচ্ছাবানীর মধ্য দিয়ে ক্যাম্পের উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: মো: সাইদুর রহমান, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায়, এইড কুমিল্লা প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার মো: দেলওয়ার হোসেন প্রমূখ। ক্যাম্পে ৩’শ১০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন, চশমা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ ও সহায়ক উপকরন বিতরন করা হয়।
চিকিৎসা নিতে আসা আবুল হোসেন জানান, আমি গরীব মানুষ, অনেক দিন থেকে চোখে ঠিকমত দেহি না বলে পথ ভুল করে অন্য পথে চলে যাই, অভাবের সংসারে চিকিৎসা করাতে পারছিলাম না। আজ এই ক্যাম্পে এসেছি চোখ দেখাতে, মরিয়ম চক্ষু হাসপাতালের লোকেরা আমার চোখের ছানি অপারেশনসহ চিকিৎসার সকল খরচ বহন করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।