লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে ধর্মকুড়া বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে,উপজেলা বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ধর্মকুড়া বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স এম রহমান ষ্টোরকে ৩ হাজার টাকা ও আহাম্মেদ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিভাগীয় কমিশনারের নির্দেশ ক্রমে ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে এই উপজেলাকে পলিথিন মুক্ত ঘোষনা করেছি। এই নিষিদ্ধ পলিথিন যেখানেই পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।