রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ৩০ ঘন্টা পর ইব্রাহীম হোসেন (৭০) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহীম হোসেন উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের সুজাবত আলীর ছেলে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইছামতি নদীর চরখুকশিয়া ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেন সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ইছামতি নদী সাঁতার কেটে পার হতেছিল। এসময় অসাবধাণতা বসত তিনি নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।
মঙ্গলবার সকাল থেকে তার লাশ উদ্ধারের জন্য নদীতে বেড় জাল ফেলে খুঁজতে থাকে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে নদী থেকে বেড় জালের সাহায্যে ইব্রাহীম হোসেনে লাশ উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগীতায় ইব্রাহীম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
ধুনট থানার সহকারী পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক বলেন, নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল ইব্রাহীম হোসেন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় ইব্রাহীমের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।