টিকতে পারলেন না মৌসুমী, সভাপতি হলেন মিশা সওদাগর

S M Ashraful Azom
0
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর
সেবা ডেস্ক: গতকাল শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমীকে হারিয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন মিশা সওদাগর। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরাকে হারিয়েছেন জায়েদ খান।
মিশা সওদাগরের ২২৭ ভোটের বিপরীতে মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। এছাড়া জায়েদ খানের ২৮৪ ভোটের বিপরীতে ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।

শুক্রবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে ২১টি প‌দেই ‌মিশা-জা‌য়েদ প্যা‌নে‌লের সদস্যরা বিজয়ী হয়েছেন। বাকি প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল (৩১১), রুবেল (২৯৩)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক মামনুন ইমন (২৪৭)। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (২৩০)।

সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য- রোজিনা (৩২০), অঞ্জনা (৩২৪), অরুণা বিশ্বাস (৩১৫), বাপ্পারাজ (২৭৩), আলীরাজ (৩৩৬), আফজাল শরীফ (২৯৬), আসিফ ইকবাল (৩১৪), অলেকজান্ডার বো (৩৩৭), জয় চৌধুরী (৩০৩), মারুফ আকিব (২৭৩)।

এর আগে শুক্রবার সকাল নয়টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা ২৯মিনিট পর্যন্ত। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। আপিল বোর্ডে ছিলেন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান, পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top