সেবা ডেস্ক: সাভারের ধামরাইয়ে গত ৩০ জুলাইয়ে নিজ স্ত্রীর সহায়তায় এক কিশোরীকে ধর্ষণ করেছেন স্বামী। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই কিশোরী।
এ ঘটনায় বিচারের নামে টাকা ভাগাভাগির অভিযোগে ইউপি সদস্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা।
আসামিরা হলেন- ধামরাইয়ের আমতা ইউপির মো. মোকসেদ আলী, তার স্ত্রী উজালা বেগম, ইউপি সদস্য মো. ফারুক হোসেন, আলামিন, দরবার আলী, চান মিয়া, জসিম। এ ঘটনায় উজালা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ জুলাই স্ত্রীর সহায়তায় ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই ইউপির মুন্সিপাড়ার মোকছেদ আলী। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২১ অক্টোবর পরিবারকে ঘটনাটি জানান ভুক্তভোগী। পরে মীমাংসার নামে ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন ইউপি সদস্য ফারুক হোসেনসহ কয়েকজন। তারা টাকা নিয়ে চুপ থাকতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষণ ও মীমাংসার নামে টাকা ভাগাভাগির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি দীপক আরো জানান, এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।