রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাইজুল ইসলাম (২৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাইজুল ইসলাম উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং নিমগাছি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ট্রাকের চালক মিল্লাত হোসেনকে (৪২) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মিল্লাত হোসেন বগুড়া সদরের সাবগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২অক্টোবর সকালের দিকে তাইজুল ইসলাম তার ভাগিনা রুবেল মিয়ার (২২) মোটরসাইকেলের পিছনে চড়ে নিজ বাড়ি থেকে স্থানীয় সোনাহাটা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নান্দিয়ারপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ধাক্কা লেগে আহত হয় তাইজুল ইসলাম। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব হাসিব এন্টারপ্রাইজ (বগুড়া-ট ১১-১৪৬০) নামে ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার আসামী চালক মিল্লাত হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।