কাতারে অবস্থানরত ৪ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য বিশাল সুখবর!

S M Ashraful Azom
0
কাতারে অবস্থানরত ৪ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য বিশাল সুখবর!
সেবা ডেস্ক: ১৯৫০ সালে বানানো শ্রমনীতি আইনের সংস্কার করার ঘোষণা দিয়েছে কাতার সরকার। এই শ্রমনীতি সংস্কার হলে সরাসরি উপকৃত হবেন প্রবাসীরা। কাতারে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন মজুরি ও শ্রম অধিকার।

সম্প্রতি কাতারে নতুন শ্রমনীতি সংস্কারের এ ঘোষণা দেয়া হয়েছে। যার ফলে এক প্রকার সুখবর পাচ্ছেন কাতারে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা।

মধ্যপ্রাচ্যে কাতারেই প্রথম এ ধরনের আইন কার্যকর হতে যাচ্ছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই নতুন এ শ্রম আইন কার্যকর হবে। কাতারে কাফালা ব্যবস্থায় অভিবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তন করতে নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ বাধ্যতামূলক ছিল। আর সেই অনাপত্তিপত্র প্রবাসীদের কাছে প্রায় সোনার হরিণের মতোই।

সামরিক বাহিনী বাদে অন্য কর্মস্থলের শ্রমিকদের চাকরি পরিবর্তন ও বহির্গমনের জন্য অনাপত্তিপত্র বাধ্যতামূলক নয় মর্মে কাতারের মন্ত্রিসভায় একটি ডিক্রি অনুমোদন করেছে

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বৈষম্যহীন ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠার জন্য নতুন নীতিমালাও অনুমোদন দেয়া হয়েছে।

কাতারে বিভিন্ন পেশায় ৪ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে ৭৫ শতাংশই নির্মাণশিল্পে জড়িত।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top