সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবাহিনীকে আরও আধুনিকায়নে কাজ করছে সরকার।
বুধবার (২৩ অক্টোবর) ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সুরক্ষা সেমিনারের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।
শেখ হাসিনা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সরকারি এই সংস্থাটিকে বিশ্বের আরও অনেক দেশের সঙ্গে নতুন নতুন রুট সৃষ্টি করতে সহায়তা করবে। আর এতে দেশের পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। গত ১১ বছরে আমরা বিমানের বহরে বোয়িংয়ের চারটি অত্যাধুনিক ড্রিমলাইনার যোগ করেছি। ছয়টি সাধারণ প্লেনও যোগ হয়েছে। একইসঙ্গে আরও দুটি কেনার প্রস্তুতি রয়েছে সরকারের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল বানানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। এটা বাস্তবায়িত হলে আমরা যে পরিমাণ যাত্রীসেবা দিতে পারি, এর চেয়ে প্রায় আড়াইগুণ বেড়ে যাবে। বছরে প্রায় ১২ মিলিয়নের বেশি যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে এই বিমানবন্দরে।
তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করা হচ্ছে। এছাড়া বাগেরহাটে একটি বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনা আছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানবাহিনীতে স্টেট অব আর্থ-থ্রিডি হেলিকপ্টার সিসুলেট স্থাপন করা হয়েছে। যা থেকে আমাদের পাইলটরা রিয়েল টাইম ফ্লাইংয়ের অভিজ্ঞতা অর্জন করে উপকার পাচ্ছেন।
তিনি বলেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমরা সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল পাস করেছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছি বিশ্বমানের অ্যাভিয়েশন জ্ঞান দেওয়ার জন্য। লালমনিরহাটে এটি নির্মাণ হবে।
অনুষ্ঠানে বেসামারিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিমান বাহিনীর প্রধান মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ মাফিদুর রহমান, ফ্লাইট সেফটি বিভাগের পরিচালক এয়ার কমোডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।