সেবা ডেস্ক: জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক ১০ লিটার চোলাই মদসহ র্যাবের হাতে ধরা পড়েছেন । আজ ২৭ অক্টোবর ভোররাতে ওই ইউনিয়নের পাকুল্লা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি দল ২৭ অক্টোবর ভোররাতে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে অভিযান চালান। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেককে ১০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ব্যাঙ মামুদ মন্ডলের ছেলে। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদ সেবন এবং বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।