সেবা ডেস্ক: ডুমুরিয়ার চুকনগরের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন জয় কে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৬ খুলনা। শনিবার বেলা ২ টার দিকে নিজ চুকনগর আব্বাস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরে অবস্থিত আব্বাস হোটেলের মালিক সেলিম মোড়লের ছেলে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকরাম দীর্ঘদিন যাবৎ হোটেল ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাবের একটি দল হোটেল আব্বাসে অভিযান চালায়। এ সময় তল্লাসি করে হোটেলে লুকিয়ে রাখা ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
খুলনা র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকাররোক্তি দেন এবং বিজয় নামের আরও একজন যুবক তার সহযোগী হিসাবে মাদকদ্রব্য সরবরাহ করে বলে জানাগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য আইনের মামলা প্রস্তুতি চলছিল বলে সূত্রটি জানায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।