গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রতিবন্ধী ও সামাজিক নিরাপত্তা বিষ্টনী বিষয়ক এক ওরিয়েন্টেশন আজ ২৩ অক্টোবর বুধবার গাইবান্ধার নারায়নপুরের কর্মীরহাত হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গাইবান্ধা-জয়পুরহাট কমিউনিটি বেইজড লেপ্রোসি মিশনের জেলা কর্মকর্তা কেশব চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. এমদাদুল হক প্রামানিক, সাদুল্যাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক রায়, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আকতার হোসেন, কর্মীরহাত হাসপাতালের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এই ওরিয়েন্টেশনে ৭টি উপজেলার ৩০ জন কুষ্ঠ রোগে আক্রান্ত প্রতিবন্ধী ও লেপ্রোসি মিশনের গ্রাম পর্যায়ের কমিউনিটি সদস্য অংশ গ্রহণ করে। দিনব্যাপী এই ওরিয়েন্টেশনের যৌথভাবে আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস ও গাইবান্ধা-জয়পুরহাট কমিউনিটি বেইজড কুষ্ঠ রোগ প্রকল্প।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।