রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমীরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল (৬৫), শাকদহ গ্রামের মোবারক হোসেনের ছেলে নাহিদ হাসান (২২) ও উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের বছির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪০)।
থানা সুত্রে জানা যায়, জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় ২০১৭ সালের ৩০ জুন নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় তার বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ামুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই আইনে তার বিরুদ্ধে আরো ২টি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া নাহিদ হাসান শেরপুর থানায় মাদক মামলার একজন পলাতক আসামী ছিলেন। অন্যদিকে হেলাল উদ্দিনকে তার নিজ এলাকায় মাদক বিক্রি করার সময় ৫পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে থানা হাজত থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।