সেবা ডেস্ক: জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করার প্রায় একমাস পর বহুল আলোচিত যৌন কেলেঙ্কারির ওই নারী জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই কেলেঙ্কারির ঘটনায় গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২২ অক্টোবর অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছেন। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করেছি। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব ফয়েজ আহম্মদের সই করা এক অফিস আদেশে সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি জামালপুরে থাকাকালে নিজ অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। গত ২২ আগস্ট এ সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হওয়ার পর আহমেদ কবিরকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।