এ আর পারভেজ. রাজিবপুর প্রতিনিধি: "পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখেই কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ কে কেন্দ্র করে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজিবপুর থানা চত্তর থেকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজিবপুর থানার ওসি রবিউল ইসলাম নেত্রীত্তে বাজার ও উপজেলা চত্বর দিয়ে র্যালীটি থানার সভাস্থলে শেষ করে। পরবর্তীতে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেযরম্যান মোঃ আকবর হোসেন হিরো ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য রাজিয়া সুলতানা রেনু,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুল আলম বাদল, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আবদুর রশিদ সরদার।
পরিশেষে বক্তব্য রাখেন রাজিবপুর থানার ওসি জনাব রবিউল ইসলাম। তিনি বলেন, মাদকের বিষয়ে পুলিশ সবসময় সোচ্চার ছিল এবং থাকবে সেই সাথে জনগণকে সহযোগিতা করার আহবান রাখেন এবং কিভাবে রাজিবপুর থানা কে মাদক মুক্ত করা যায় সে বিষয়ে তিনি সাধারণ জনগণের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জনগণকে পুলিশের সঙ্গে এক হয়ে কাজ করার অনুরোধ রাখেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।