লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামপুর থানা থেকে একটি র্যালী বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আঃ কাদের শেখ, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবু নাছের চৌধূরী চার্লেস।
অন্যানের মধ্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র অংকন কর্মকার,প্রমূখ। তদন্ত কর্মকর্তা আনছার আলীর সঞ্চালনায় এ সময় বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালামসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি, শিক্ষক, সুধীজনরা অংশ নেয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।