জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মেলান্দহ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করে। এ উপলক্ষে থানা কম্পাউন্ড থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালি শেষে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ এসএম আ: মান্নান এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-ইউএন ও তামিম আল ইয়ামীন, অফিসার ইনচার্জ রেজাউল করিম, আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো: জিন্নাহ, পৌর আ’লীগ সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, মাহফুজুল হক মাফল, ফজলুল করিম ফরহাদ, শফিউল আলম শাহাবুদ্দিন, মিজানুর রহমান মুকুল কমিশনার, রিপোর্টার্স ইফনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল এবং নাংলা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
সভায় সমাজসেবার প্রত্যয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।