রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বর্ণিল আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্ত¡রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
আলোচনা সভা শেষে ধুনট উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।