সেবা ডেস্ক: বিয়ের পর প্রথম দীপাবলি পার্টির আয়োজন করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। আর তাদের সেই পার্টিতে হাজির হবেন না বলিউডের তাবড় সেলিব্রিটিরা, তা কি হয়? দীপাবলি পার্টিতে যেমন হাজির হন কারিনা কাপুর থেকে মালাইকা অরোরা, তেমনি সেখানে ক্রিকেটার স্বামী বিরাট কোহলিকে নিয়ে হাজির হয়েছিলেন অনুশকা শর্মাও।
দেশি লেহঙ্গায় সেজে বিরাটের হাত ধরে সোনম কাপুরের পার্টিতে হাজির হন বলিউডের এই নায়িকা। সোনম কাপুরের দীপাবলি পার্টিতে হাজির হওয়ার আগে একযোগে ফটোশ্যুট করেন বিরুষ্কারা।
নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’। বিরাট-অনুশকার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। কেননা এ ছবিতে আনুশকা হট অবতারেই হিাজির হয়েছিলেন।
এদিকে ‘জিরো'-র পর অনুশকাকে আর কোন সিনেমায় দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে বি টাউনের একাংশের খবর, ‘সত্তে পে সত্তা’-র রিমেকে নাকি হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিরাট ঘরণীকে।
তবে সে বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অনুশকা শর্মা। তবে বিয়ের পর ‘জিরো’র শুটিং করে আপাতত স্বামী বিরাট কোহলির সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত নায়িকা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।