মেলান্দহে র‌্যাবের ক্যাসিনো বিরোধী অভিযান: গ্রেপ্তার- ৫

S M Ashraful Azom
0
মেলান্দহে র‌্যাবের ক্যাসিনো বিরোধী অভিযান: গ্রেপ্তার- ৫
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ক্যাসিনো বিরোধী অভিযান চালিয়ে ৩ লাক্ষাধিক টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।   গ্রেপ্তারকৃতরা হলো-মাসুম (৩৫), সোহাগ (২৩), মশিউর রহমান (৩০), ফরহাদ হোসেন (৩৫), নোমান হোসেন (৩২)।

২৩ অক্টোবর বিকেল ৩ টার দিকে মেলান্দহ বাজারের জিন্নাহ মার্কেট এবং ফলের হাটির একটি ফ্যাক্সিলোডের দোকানে অভিযান চালিয়ে  নগদ ৩ লাখ ৭৬ হাজার ৩শ’ ১০  টাকাসহ ক্যাসিনো জুয়ার মালামাল জব্দ করা হয়।

র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কর্মকর্তা মো: তোফায়েল আহমেদ মিয়া জানান-দীর্ঘ দিন যাবৎ অনলাইন ক্যাসিনো জুয়া চলছিল। বিভিন্ন গুয়েন্দার মাধ্যমে সংবাদটি নিশ্চিত করার পর অভিযান পরিচালনা করি।
Anti-RAB casino operation in Melandah: Arrest: 1
এসময় নগদ  টাকাসহ ক্যাসিনো খেলার ৯টি এন্ড্রয়েট মোবাইল সেট, নাইন উইকেটস লাইন সফটওয়্যার, ৬টি এটিম কাড, ১টি এন্ড্রয়েট হাত ঘড়ি, ২টি ওয়ালেট, কম্পিউটার জব্দ করা হয়েছে।
এই ক্যাসিনোর সাথে দেশি-বিদেশী কোন লোকের সম্পৃক্ততা আছে কিনা ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাববে র‌্যাব কর্মকর্তা তোফায়েল আহমেদ মিয়া জানান-আরো তদন্তএবং সফটওয়্যার পরিক্ষা নিরিক্ষার পর কারোর সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেয়া হবে। আমাদের অভিযানও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জিন্নাহ মার্কেটের আড্ডা ক্যাফে এবং ফ্লেক্সিলোডের দোকানের অন্তরালে অনলাইন ক্যাসিনো জুয়া চলছিল।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top