রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে “মানসম্মত শিক্ষা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ও শুভ সংঘের আয়োজনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাজু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল। সভায় বিশ্ব শিক্ষক দিবস ও মানসম্মত শিক্ষা বিষয়ক নানা দিক তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শুভ সংঘের আহবায়ক শাহ মো: কোহিনুর হোসেন, যুগ্ম আহবায়ক দন্ত চিকিৎসক এমরুল কায়েস লিকছন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব শিক্ষক দিবস বা আন্তর্জাতিক শিক্ষক দিবস পালনের গুরুত্ব ও মানসম্মত শিক্ষার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল। সভায় অংশ গ্রহণ করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।