রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: মডেল থানা গড়তে শেরপুরের শ্রীবরদী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে থানা কম্পাউন্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল।
উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাঈদ, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ। বক্তারা শ্রীবরদী থানাকে মডেল থানায় রুপান্তরিত করতে সকলকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।
এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।