সেবা ডেস্ক: বাংলাদেশে আরও নতুন সাতটি পুলিশি থানার অনুমোদন দিয়েছে সরকার। এগুলো হলো- চুয়াডাঙ্গার দর্শনা, ঠাকুরগাঁও সদরে ভুল্লী, নোয়াখালীর ভাষানচর, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়া, কক্সবাজার সদরে ঈদগাঁ এবং পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর এপার এবং ওপারে (উত্তর ও দক্ষিণ) দুই থানা।
সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, পদ্মাসেতুর দুই পারে উত্তর ও দক্ষিণ থানা হবে। চুয়াডাঙ্গার দর্শনাকে থানায় উন্নীত করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানার অনুমোদন দেয়া হয়েছে।
সচিব বলেন, নোয়াখালী জেলার হাতিয়ার ভাষানচরে নতুন থানার অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং কক্সবাজারে সদর থানাকে ভাগ করে ঈদগাঁ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।
আর সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।