লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
প্রতারনার শিকার হয়ে উপজেলার শিংভাঙ্গা গ্রামের ছুরভানু বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে দ্রুত তাদের গ্রেফতার করা হয়।
মামলা সুত্রে জানাগেছে,১০ সেপ্টেম্বর বাদী ছুরভানু ইসলামপুর শহর থেকে ইজিবাইক যোগে শিংভাঙ্গা যাওয়ার পথে প্রতারক চক্রের সদস্যরা কাচারী মোড় থেকে ইজিবাইকে উঠেন। এসময় তারা ওই মহিলাকে কাগজে মোড়ানো তিনভরি ওজনের স্বর্নের বার দিয়ে,লোভ দেখিয়ে গলার চেইন ও কানের দুল খুলে নেয়। পরে ছুরভানু ওই বার জুয়েলারী দোকানে নিয়ে গেলে প্রতারনার শিকার হয়েছেন বুঝতে পারেন।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান,প্রতারণার শিকার ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে জামালপুর পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় একটি আভিযানিক দল দ্রুত পৌর এলাকার গাওকুড়া গ্রামের মো: লেবু মিয়া ছেলে সেলিম মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর বাজারে রমন দত্তের ছেলে রাজিবকে গ্রেফতার করলে তার কাছ থেকে আধা ভরি চোরাই সোনার চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে আদালতে সোর্পদ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
তিনি আরো জানান, সেলিম বিভিন্ন জায়গায় অটোরিকসায় চলাচলাকারী মহিলা যাত্রীদের নকল সোনার ভার দেখাতো। কথার এক সময় এই মানুষগুলো মজে উঠলে দ্রুত কানের দুল গলার চেইন ও নগদ অর্থ কৌশলে নিয়ে আসতো।
প্রতারণা ও চুরির মাল রাখতো স্বর্ন ব্যবসায়ী রাজিব দত্তর কাছে। তবে গ্রেফতারকৃতরা জানিয়েছে তাদের সাথে আরো সদস্য আছে। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।