
সেবা ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে ৭৪পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ময়থা গাছপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ময়থা কুস্তিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হাছিবুল ইসলাম (২১) ও ময়থা গাছপাড়া গ্রামের বজন চন্দ্র শীলের ছেলে সন্তোষ সরকার (১৯)।
টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।