সেবা ডেস্ক: তিউনিসিয়ার সাবেক ক্ষমতাধর প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ক্ষমতাধর এই প্রেসিডেন্ট দুই দশকেরও বেশি সময় ধরে তিউনিসিয়ার প্রেসিডন্টে ছিলেন তিনি।
তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
২০১১ সালের শুরুর দিকে অর্থনৈতিক সঙ্কটে তিউনিসিয়ায় তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে সৌদিতে নির্বাসনে যান তিনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২৩ বছর ক্ষমতায় ছিলেন বেন আলী।
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়ে তার পতন হয়। এ সময় কর্তৃত্ববাদী নেতা মিশরের হোসনি মোবারক, লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফির মত নেতারাও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
বেন আলী ১৯৮৭ সালের ৭ নভেম্বর ক্ষমতা গ্রহণ করেন। তিউনিসিয়ার স্বাধীনতার অগ্রদূত হাবিব বোর্গুইবাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতায় আরোহন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।