জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে।
উপজেলা গেইটে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ: মজিদ বিএসসি, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, মেলান্দহ শিক্ষক সমিতির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আহসান মনির, বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, সাধুপুর প্রাইমারি স্কুলের শিক্ষক মিনহাজ উদ্দিন, কাজাইকাটা স্কুলের শিক্ষক খলিলুর রহমান, পয়লা স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন, টুপকারচর স্কুলের প্রধান শিক্ষক ফজলুল করিম লিচু প্রমুখ।
মানববন্ধনে প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডের বেতন প্রদানের দাবি জানানো হয়।
এরপর ইউএন’র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।