গাইবান্ধা জেলা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড সহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফুলছড়ি উপজেলা শাখা।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহ¯পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলছড়ি উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফুলছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস.এম ইব্রাহিম আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আবুল হোসেন সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ স¤পাদক আয়নাল হক, সাংগঠনিক স¤পাদক সবুজ পাঠান, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, শিরিন আক্তার, লডলিচ সুলতানা, রঞ্জু আহমেদ, সহকারী শিক্ষক রোস্তম আলী প্রমূখ।
পরে শিক্ষক নেতারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।