থ্রি-পিসটা পরতে দেন স্যার; ক্যাসিনোতে আটক দুই তরুণী

S M Ashraful Azom
0
থ্রি-পিসটা পরতে দেন স্যার; ক্যাসিনোতে আটক দুই তরুণী
সেবা ডেস্ক: স্যার, আমাদের থ্রি-পিসটা পরতে দেন। এখানে আমরা পেটের তাগিদে চাক‌রি ক‌রি। ও‌য়েস্টার্ন ড্রেস না পরলে আমাদের চাকরি থাকবে না।

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ফ‌কি‌রাপুলের ইয়ংমেন্স ক্লাবে অভিযান চালায় র‌্যাব। সে সময় ভেত‌রে আটক ওয়েস্টার্ন ড্রেস পরা দুই তরুণী এক নারী র‌্যাব সদস্য‌কে লক্ষ্য ক‌রে এ কথাগু‌লো বল‌ছিলেন। র‌্যাব সদস্য জবাবে বলেন, স্যারদের অর্ডার নেই।

দুই তরুণী আরো বলেন, এখানে সব জায়গায় সি‌সি ক্যা‌মেরা লাগা‌নো। খারাপ কা‌জের কোনো সু‌যোগ নেই। এখা‌নে জুয়ার বো‌র্ডে চাক‌রি করাটাই কি অপরাধ?

সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। এতে দেখা যায়, ওই দুই তরুণীর মধ্যে একজন রি‌সিপশনিস্ট ও অন্যজন জুয়ার বো‌র্ডের কার্ড সরবরাহকা‌রী হিসেবে নিজেদের পরিচয় দেন।

ওই ভিডিওতে রি‌সেপশনিস্ট ২১ হাজার আর কার্ড বিতরণকা‌রীর ১০ হাজার টাকা বেতন পান বলে জানান। দৈ‌নিক ১২ ঘণ্টা চাক‌রি। তারা গত দেড় মাস যাবত চাক‌রি কর‌ছেন ব‌লেও জানান।

তারা আরো জানান, ক্যাসিনোতে মোট ৬ জন পালাক্র‌মে কাজ করেন। তা‌দের স্বামী এখা‌নে চাক‌রির কথা জা‌নেন। তবে প‌রিবা‌রের অন্য সদস্যরা জা‌নেন না। সে সময় তারা বারবার‌ নি‌জে‌দের নিরপরাধ বলে দা‌বি ক‌রেন।

এর আগে বুধবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ওই ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব।

এদিকে অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‌্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে সেখানে কাউকে ঢুকতে এবং বের হতে দেননি। ক্যাসিনোতে জুয়ার ফাঁকে ফাঁকে মদপান চলছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে অবস্থান করা এবং ক্যাসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ আছে, এই ক্লাবে আট মাস ধরে অবৈধ আসর বসছিল। এ সময় আমরা দেখি, ক্লাবের নিচতলায় যন্ত্রের মাধ্যমে জুয়া খেলা (ক্যাসিনো) চলছে।

তিনি আরো জানান, এই ক্লাবে যারা এসেছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের মদ পানের লাইসেন্স নেই। এমনকি ইয়াংমেন্স ক্লাবেরও মদ বিক্রির লাইসেন্স নেই। এ সময় জুয়া খেলার ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়।

এদিকে ওই অভিযানের পরই অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র‍্যাব। তার গুলশানের বাসা থেকে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে আটক করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top