রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
পরে এই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন শিক্ষকরা। এ সময় মানব বন্ধন থেকে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আমানউল্লাহ হেলাল, শিক্ষক সাইফুল ইসলাম, কামরুন্নাহার ও নাজমুল হক সিদ্দিকী প্রমূখ।
এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।