
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) জিনাত রেহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ্্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আব্দুল ওহাব, ধুনট সরকারী এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।
উল্লেখ্য ৩ দিনের এ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলার ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে ১০টি দল অংশ নিয়েছে। ১২ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।