সেবা ডেস্ক: গতকাল বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৫৪ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস প্রভেন্টিভ টিম।
তারা হলেন, ওয়ার্দা ইমতিয়াজ ও মাফরোজা বেগম। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউজের (প্রিভেন্টিভ) এসি মো. সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বিজি ০৩৬ নম্বর ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন আটক দু’জন। আগেই গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে সোনা পাচার হবে। এ তথ্যে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আটককৃত যাত্রীরা গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। পরে কাস্টমস হলে নিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে এক কেজি ১৫৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মূল্য ৬০ লাখ টাকা।
উদ্ধার সোনার আটক রশিদ বানিয়ে (ডিএম) কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে।
এ ঘটনায় ওই দুই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।