শামিম তালুকদার: গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক সিলেট বিভাগের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মিড ডে মিল সম্পর্কে নির্দেশনা দেন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়। তারপর মাউসি সিলেটের আঞ্চলিক উপ পরিচালক জনাব জাহাঙ্গীর কবির আহমদের নির্দেশনার আলোকে মিড ডে-মিল বাস্তবায়নে হবিগঞ্জ জেলার সকল প্রতিষ্ঠান প্রধানগন অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সাথে কাজ শুরু করেছেন।
জেলার সকল প্রতিষ্ঠানে ইতিমধ্যে মিড ডে মিল চালু হয়েছে। কোথাও ৬০% কোথাও ৮০% কোথাও ১০০% মিড ডে মিল ইতিমধ্যে চালু হয়েছে। সকল উপজেলায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে সভা করে এ তথ্য জানা গেছে।
মিড ডে মিলের অগ্রগতি জানতে ও দেখতে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ) আগামী ২৬ সেপ্টেম্বর মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মণি হবিগঞ্জ আসছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম দেখবেন এবং প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। একই সাথে বাস্তবায়নকারি অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারিও শিক্ষা মন্ত্রীকে প্রদর্শন করা হবে।
প্রোগ্রামটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, সিলেটের আঞ্চলিক উপ পরিচালক জনাব জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
হবিগঞ্জ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর বেলায় গরম টাটকা খাবারের সুগন্ধ শিক্ষার্থীদের চেহারা বদলে দিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।