
জামালপুর প্রতিনিধি : সোমবার দুপুরে জামালপুরে পাট ব্যবসায়ীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে পাট ব্যবসায়ীরা বকেয়া বিল পরিশোধের দাবী জানান। এর আগে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
তমালতলা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, পাট ব্যবসায়ী আমজাদ হোসেন, বাবুল তালুকদার, আনোয়ার উজ্জল, আশুতোষ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
তারা বিজেএমসির কাছে ৩বছরের বিভিন্ন পাট ব্যবসায়ীদের ৫০কোটি টাকার বকেয়া পাওনার দাবি করেন। এভাবে সারাদেশের পাট ব্যবসায়ীদের অন্তত: ৬০০ কোটি টাকার বিল বকেয়া পরিশোধের দাবি জানান। দীর্ঘ দিনের বকেয়া পরিশোধ নাকরায় এই পাট ব্যবসায়ীরা পূজি সংকটে হতাশায় ভোগছেন। এর প্রভাব পড়েছে পাট চাষীদের উপরও।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।