সেবা ডেস্ক: ঠাকুরগাঁও সদরের থানার ভুল্লি বাজারের একটি বাস কাউন্টার থেকে চারটি মানুষের খুলি ও চার বস্তা হাড় উদ্ধার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় কান্তি পরিবহনের কাউন্টারে হাড়গুলো উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও থানার এস আই আহমেদ বলেন, এসব খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হচ্ছিলো। শহরের তেলীপাড়ার মুকুল হোসেন বস্তাগুলো আলুর বস্তা বলে বুকিং করেন।
ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, সন্ধ্যায় বাসটি রংপুর পৌঁছলে কর্তৃপক্ষের বস্তা দেখে সন্দেহ হয়। তারা বস্তাগুলো ঠাকুরগাঁও কাউন্টারে ফেরত পাঠান। সেখানে বস্তাগুলো খুলে চারটি মানুষের খুলি ও হাড় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।