বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নিলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে দ্ব›দ্ব নিরসন, অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও মান সম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় নিলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুল হক আকন্দের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দৌলা, সাবেক চেয়ারম্যান সেলিম আনছারী, অভিভাবক সদস্য মোফাজ্জক মিষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নওরোজ মিয়া,মোখলেসুর রহমান, শিক্ষক লিটু মিয়া, অভিভাবক শামীম মিয়া প্রমুখ।
এই বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস ফাঁকি বন্ধ করা, শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা , শতভাগ পাশের হার নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে দ্ব›দ্ব নিরসন ,অভিভাবকদের বিদ্যালয় পরিদর্শন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।