
সেবা ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন মোড়ল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকাল সাড়ে ৭টায় ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ব্রীজের পশ্চিম পাশে খুলনা-সাতক্ষীরা সড়কের উপর থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি যশোর জেলার কেশবপুর উপজেলার পাঁচাইল গ্রামের বজলুর রহমান মোড়ল ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়ার গুটুদিয়া ব্রীজের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময়ে ইকবাল হোসেন মোড়লের হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তার বিরূদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।