চিকিৎসকদের আচরণ বনাম মানুষের আচরণ !

S M Ashraful Azom
0
চিকিৎসকদের আচরণ বনাম মানুষের আচরণ !
# শিক্ষক - ছাত্র
# রোগী - চিকিৎসক
# চিকিৎসক - চিকিৎসক
# বিদেশি চিকিৎসক - দেশি প্রজাতি চিকিৎসক
# চিকিৎসক - স্টাফ
# চিকিৎসক স্বজন - আরেক চিকিৎসক
# চিকিৎসক - রোগীর সহযোগী
# নিকট স্বজন - চিকিৎসক
# চিকিৎসক - উর্ধ্বতন কর্মকর্তা
# দালাল - চিকিৎসক
# চিকিৎসক - বেসরকারি হাসপাতাল মালিকপক্ষ
# চিকিৎসক - ঔষধ কোম্পানি
# চিকিৎসক - রাজনৈতিক নেতৃত্ব
# সাংবাদিক - চিকিৎসক
# চিকিৎসক - প্রতিপক্ষ গ্রুপ
# উকিল - চিকিৎসক
# চিকিৎসক - নরসুন্দর টু পাইলট অন্যান সকল পেশা
# চিকিৎসক - আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, ধর্ম

এবং

চিকিৎসক - ফেসবুক বন্ধু

উপলব্ধি : ফেরেস্তা না হলে এতো প্রশস্ত পেশায় - আচরণ সকল সময় সঠিকভাবে শো করা খুবই দুরূহ।

শুধুমাত্র রোগী - চিকিৎসক সম্পর্কটা মেডিকেল সাইন্সের সিলেবাস ভুক্ত। কম বেশি ঐ অংশ সকল চিকিৎসকই পড়ে থাকেন।

আবার বাকী সব সম্পর্ক গুলো নিয়ে পড়াতে চাইলে আরো বছরখানেক সময় বাড়াতে হবে এমবিবিএস।

জনগণের কেমন আচরণ হওয়া উচিত চিকিৎসক বা চিকিৎসালয়ে?  এই বিষয়ে কি কোথাও পড়ানো হয়?

যেহেতু আচরণ বিষয় টি  দ্বিপাক্ষিক এবং বহুমাত্রিক। কাজেই পরিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রচার মাধ্যম - সকল লেভেলে কিছু মৌলিক শিক্ষা থাকা উচিত যে, শারিরিক সমস্যায় কেমন আচরণ থাকবে?

যেমন একটা বিষয় বলি -
আমাকে আমার পরিচিত/ নিকট জন অনেকেই বলেন - একজন ভাল অমুক বিষয়ের চিকিৎসক এর নাম ঠিকানা দাও না?
এই প্রশ্নে ইদানীং আমি খুবই বিরক্ত হই। কারণ সরকার তো কাউকে ১,২,৩----- এরকম সিরিয়াল করে সাজিয়ে  দেননি। অনেক নামকরা বড় চিকিৎসকের দরবার হতেও অনেকে বিরক্ত নিয়ে ফিরেছেন। অনেকের ভাল জ্ঞান আছে কিন্তু রোগী সন্তুষ্ট নয় আবার জ্ঞান কম থেকেও অনেক রোগী মৌমাছির মতো!

তো তখন আমি খুবই বিব্রতকর পরিস্থিতিতে পরি। অতি ঘনিষ্ঠ যারা তাদের বকাবকিও করি, সেটাও ঠিক না যদিও।

এরকম আচরণগত সমস্যার কারণে চিকিৎসক দের প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে দিনাতিপাত করতে হয়।

আমার প্রস্তাব তাই - প্রাথমিক লেভেলে -আচরণ, নিত্য আবশ্যক গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে ধাপে ধাপে একটা কমন শিক্ষা থাকা উচিত। যেমন - আপনি বিমানে বা ট্রেনে উঠলেন। দেখবেন একেকজন একেকরকম আচরণ করছেন যা অনেকের কাছেই বিরক্তিকর।

Behavioral Science Education - প্রাথমিক হতেই থাকা উচিত।

রাষ্ট্রের প্রচার মাধ্যমেও বিষয় টি নিয়ে সময় / পাতা বরাদ্দ থাকা উচিত।

লেখক- ডাঃ আব্দুল্যাহ আল মাসুম

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top