
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, স্কুল, মাদরাসা এবং কারিগরি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকগণ।
উল্লেখ্য, জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে ধুনট উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।