ফয়জুর রহমান, সফিপুর (গাজীপুর) প্রতিনিধি: বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বেসরকারি সংস্থা "রেশনাল প্রোগ্রেস ফর আন্ডার প্রিভিলেজড সোসাইটির" আয়োজনে সফিপুর বাজারে অনুষ্ঠিত "আরপাস ইউথ ক্লাব" সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বন্যার্তদের মাঝে ত্রান বিতরণসহ বিভিন্ন সামাজিক সহায়তামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে আরপাস ইউথ ক্লাবের সদস্যরা। এসব কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সদস্যদের ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।
রেশনাল প্রোগ্রেস ফর আন্ডার প্রিভিলেজড সোসাইটির চেয়ারম্যান কবি এ জি এম আল মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রফিকুল ইসলাম তুষার।
অনুষ্ঠানের প্রধান আলোচক জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস এম মোবারক হোসেন বলেন - দারিদ্রমুক্ত স্বপ্নিল সোনার বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। নিঃসন্দেহে তরুণরা স্বপ্নচারী। তারাই পারে এভারেস্ট জয় করতে। তাদের বেশির ভাগই মুক্তিযুদ্ধের চেতনায় অনুগত ও বিশ্বস্ত। তারা বাংলাদেশের উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে।
অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন আরপাস ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জি এম রুবেল উদয়, জাহিদুল ইসলাম জাহিদ, লিমন মাহমুদ, শাহরিয়ার মান্নান ইমন,রেদোয়ান, বিপুল, নাহিদ আহমেদ, লিখন মাহমুদ, শিহাব হোসেন, পিয়াস সাহা, শাহরিয়ার সাজিদ আকাশ কর্মকার অনিক সাহা মুরাদ, আসিফসহ আরো অনেকে।
সভাপতি জি এম রুবেল উদয় বলেন আমরা পুরস্কার গ্রহণ করে খুবই আনন্দিত। আমাদের কার্যক্রম বেগবান করতে এ পুরস্কার গ্রহণ আরো উৎসাহ উদ্দীপনা যোগাবে বলে আমরা মনে করি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।