
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম। সে বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের আয়েল উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে একই ইউনিয়নের গোপালপুর গ্রামে রাস্তার উপর এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন শফিকুল ইসলাম (৩০) এক যুবক। গোপালপুর গ্রামে রাস্তার উপর একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী, ট্রাকের ধাক্কায় যুবক নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও তার ট্রাকটি আটক করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।