
সেবা ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজার ঘাট থেকে ৩৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, আটককৃতরা নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝখানে যেয়ে মাইকের মাধ্যমে সরকার বিরোধি অপপ্রচার সহ, দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করতো। তাদের এসব কার্যকলাপ বেশ কিছুদিন ধরেই চলছিল। আজ ১০ সেপ্টেম্বর সকাল ৬ টায় তারা আবার একই উদ্দেশ্যে যখন বের হয়, তখন গোপন সূত্রে খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ও হেমনগর পুলিশ ফাঁড়ি এবং ভূঞাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোপালপুর নলিন বাজার ঘাটে ৩৫ জন জামায়াত শিবির নেতা ও কর্মীদের নৌকাসহ আটক করে।
আটককৃতদের বর্তমানে হেমনগর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।