গাইবান্ধা জেলা প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজারের ৩ ব্যবসায়িকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জীসহ পুলিশ সদস্যবৃন্দ। অভিযানকালে হাতেনাতে আটক প্রায় ৫০ হাজার টাকা মুল্যের কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়িরা হচ্ছেন তুলসীঘাট বাজারের আব্দুল হালিম, মঞ্জু মিয়া ও ইদ্রিস আলী মন্ডল। মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরপর চারবার অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হলেও বিক্রি বন্ধ করা যাচ্ছিলো না। ফলে বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।