![]() |
বাঘাআইড় মাছ |
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর জিগাবাড়ী বাজার সংলগ্ন যমুনা নদী থেকে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাআইড় মাছ ধরা পড়েছে।
আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলের জালে ধরা বাঘাআইড় মাছটির ওজন ৮২ কেজি।
![]() |
মাছটি ধরার পর কাধে করে নিয়ে দুইজন মানুষের প্রয়োজন হয়। |
জানা যায়, যমুনা নদী থেকে মাছটি দিক হারিয়ে হাটুজল বিশিষ্ট এক ডুবায় উঠে পড়ে। মাছটি বাহাদুর নামে একজন স্থানীয় ব্যক্তির নজরে এলে তিনি বয়া জাল দিয়ে এই ৮২ কেজি ওজনের মাছটি ধরেন। আশেপাশের এলাকার অনেক মানুষ এই বিশাল মাছটি দেখতে আসেন এবং এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। পরে মাছটি সানন্দবারীর মৌলভীরচর মোড়ে নিয়ে আসেন এবং ৬০ হাজার টাকা দাম চাইলে, এলাকাবাসী দরদাম করে মাছটি ৪৫ হাজার টাকায় ক্রয় করে সবাই ভাগ করে নেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।