রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৬হাজার ৭০৩জন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রোববার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬দিন ব্যাপী এ পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষায় কোন শিক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।
ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান জানান, উপজেলার ১৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।