আবহাওয়া বার্তা: রোদ, বৃষ্টি আর মেঘে কাটবে সারাদিন

S M Ashraful Azom
0
Weather message: Sun, rain and clouds will be there all day
সেবা ডেস্ক: দু-একবার বৃষ্টি, কখনও রোদ, কখনও মেঘলা আকাশ– এভাবে কাটতে পারে আজ সারাদিন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বৃহস্পতিবার সারাদিনের পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান তিনি।

আব্দুর রহমান বলেন, ‘ঢাকা শহরে দু-একবার বৃষ্টি আসতে পারে। এছাড়া রোদ উঠবে, আকাশ মেঘলা থাকবে– এভাবেই কাটতে পারে আজ ঢাকার সারাদিন। ঢাকা শহরের মতো সারাদেশের অবস্থাও প্রায় একই ধরনের থাকতে পারে।’

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টা বা ২ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, ‘বৃষ্টি থাকবে, তবে কমতে থাকবে। গতকাল, গত পরশু ছিল; এখন কমতে থাকবে।’

বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বৃষ্টি কম থাকবে বলেও জানান তিনি। আব্দুর রহমান বলেন, ‘সারাদিনে দু-এক জায়গায় বৃষ্টি হবে। আজকে থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে।’

বৃহস্পতিবারের বিষয়ে বুধবার সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, চট্টগ্রাম বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top