পাকিস্তানকে খুশি করতে ভারতের ওপর চটেছেন ট্রাম্প!

S M Ashraful Azom
0
Trump is on India to make Pakistan happy!
সেবা ডেস্ক: সন্ত্রাসবিরোধী যুদ্ধে একেবারেই ভ্রুক্ষেপ করছে না বলে ভারতের ওপর বেশ চটেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সহায়তা করছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান কিছুটা হলেও সহায়তা করেছে। তবে ভারত একদমই করছে না। তা কিন্তু ঠিক নয়।

তিনি বলেন, আফগানিস্তান থেকে প্রায় সাত হাজার মাইল দূরে থেকেও সেখানে যুদ্ধ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসীদের পরাজিত করেছে। আমরা অল্প সময়েই আইএসের খেলাফত শতভাগ নির্মূলও করেছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, কিছু ক্ষেত্রে রাশিয়া, আফগানিস্তান, ইরাক, তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এখন বাকি দেশগুলোরও এগিয়ে আসা উচিত।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনতে পাকিস্তানের সাহায্যের প্রয়োজন হবে বলে ট্রাম্প অনুধাবন করতে পেরেছে। মূলত পাকিস্তানকে খুশি করতেই ট্রাম্প ভারতের ওপর ক্ষুব্ধ হয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top