রৌমারী ছাত্রলীগের ২১আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

S M Ashraful Azom
0
The Rumari Chhatra League celebrates the August 28 grenade attack day
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে ছাত্রলীগের উদ্যোগে ২১আগষ্ট গ্রেনেড হামলা পালন করা হয়েছে।

২১ আগষ্ট (বুধবার) সকাল ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ রৌমারী উপজেলা শাখা ও রৌমারী সরকারি কলেজ শাখা যৌথভাবে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি শোকর‌্যালি বের করে শহরের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় পথ সভায় বক্তব্য রাখেন,উপজেলা আ'লীগ নেতা আক্তার আহসান বাবু উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েল, মাহবুর রহমান বিপ্লব, আমিনুদৌলা অপুর্ব, সুমন আহম্মেদ, ইমরান খান ও শামীম হোসাইন রুবেল, রৌমারী সরকারি কলেজ শাখার জাইদুল ইসলাম জনি, রফিক হাসান রকিব, সোহেলরানা, যুব মহিলালীগের সভানেত্রী সামছিআরা সুমী, শেফালী ইসমাইলসহ প্রমুখ।

প্রসঙ্গত, আজ এই দিনে রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত পৈশাচিক এ হামলায় সে দিন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়েছিলেন। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন তাদের প্রধান টার্গেটে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। বাঙালি জাতি আজ শ্রদ্ধাচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top