বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগে খুনিদের ফেরাতে চায় সরকার

S M Ashraful Azom
0
The government wants to return the killers before the birth anniversary of Bangabandhu
সেবা ডেস্ক: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আগামী বছর তার শততম জন্মবার্ষিকীর আগেই ফিরিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্যে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধুর খুনিরা নাম পরিবর্তন করায় তাদের সঠিক অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত ১২ জন খুনির মধ্যে শুধু পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বাকি সাতজন খুনির মধ্যে একজন মারা গেছেন। আর অন্য ছয়জন পলাতক। এই ছয়জন খুনিকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চালাচ্ছে সরকার।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে থাকা ছয় খুনির মধ্যে রয়েছেন- নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, শরীফুল হক ডালিম, রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ, আব্দুল মাজেদ ও খন্দকার আব্দুর রশিদ। আর পালিয়ে থাকা অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন আজিজ পাশা। এছাড়া খুনিদের মধ্যে যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা হলেন- এ কে বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মহিউদ্দিন আহমদ ও এ কে এম মহিউদ্দিন।

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর অবস্থান জানতে পেরেছে সরকার। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। এই দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। তবে কানাডা ও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অপর দেশের কাছে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে তারা হস্তান্তর করে না। তবে সরকার থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এদিকে খুনি শরীফুল হক ডালিম স্পেনে অবস্থান করছেন বলে জানতে পেরেছে সরকার। তাকে স্পেন থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে অবস্থানের তথ্য রয়েছে সরকারের কাছে। খন্দকার আব্দুর রশিদের অবস্থান পাকিস্তানে। আর আব্দুল মাজেদ কোথায় আছে সরকারের কাছে সে তথ্য নেই।

খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেশে আনতে সরকার কাজ করছে। কানাডায় থাকা খুনি নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রে থাকা খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা তাদের বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তাদের ফিরিয়ে দিন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর আগেই সবাইকে না হলেও অন্তত দু’একজন খুনিকে ফিরিয়ে আনতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করছি।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপিত হবে। শততম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। আর তার আগেই খুনিদেরও ফিরিয়ে আনতে চায় সরকার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top