সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের ভেতর প্রথমবারের মত জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।
তিনি জানান, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতিসংঘ সদর দপ্তরের ভেতর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রবাসী বাঙালি বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।
এছাড়া একইদিন সন্ধ্যা ৮টায় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।