হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : শিশু সহিংসতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অংশগ্রহণে “আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে” শিরোনামে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইউথ ফোরাম ও কেন্দ্রয়ি শিশু ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির সহযোগীতায় বুধবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।
জেলা ইউথ ফোরামের সভাপতি তুষার আব্দুল্লাহর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম।
সংলাপে মূল প্রবন্ধ পাঠ করেন কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি ফারজানা আক্তার মুন্নি। সংলাপ অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।